যুব অলিম্পিকে কোয়ার্টারে বাংলাদেশের হার
যুব অলিম্পিকের হকি ইভেন্টে টানা তিন ম্যাচ হারের পরে টানা দুই জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ যুব হকি দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। স্বাগতিক আর্জেন্টিনার কাছে হেরে গেছে ৫-০ গোলে।
আগের দু’ম্যাচে কানাডা ও কেনিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিলো বাংলাদেশ যুব হকি দল। কিন্তু শুক্রবার বুয়েন্স আয়ার্সে ৫-০ গোলে হারতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
প্রথমার্ধেই বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে ছিলো। ১, ৮ ও ১২ মিনিটে তিনটি গোল হজম করতে হয়েছে। পরের কোয়ার্টারে হয়েছে বাকি দুটি গোল।
Please follow and like us: