যশোর -বেনাপোল মহাসড়কের সড়ক দুর্ঘটনায় একজন নিহত, ও একজন আহত
যশোর -বেনাপোল মহাসড়কের বেনাপোল দীঘিরপাড় এলাকায় শনিবার বিকালে এক সড়ক দুর্ঘটনায় জামাল হেসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে ।এসময় আরো একজন আহত হয়েছে।নিহত জামাল হোসেন নাভারন কাজিরবেড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, একটি গ্লাস বোঝায় নছিমন বেনাপোল বাজার থেকে নাভারনের দিকে যাচ্ছিল । রাস্তার একটি কুকুর কে বাঁচাতে গিয়ে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নির্মিত তোরনের সাথে ধাক্কা উল্টে যায়। এসময় নছিমনের যাত্রী জামাল হোসেন নছিমনে রক্ষিত গ্লাসে টুকরা শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়ে গুরুতর আাহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে নাভারন উপজেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনা শুনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে।নছিমনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।