ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা
নানা আলোচনা, সমালোচনার মধ্যে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগও শুরু হয়েছে৷ প্রথম মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে সিআইডি৷ তাদের বিরুদ্ধেই প্রথম এই মামলাটি হলো৷ গ্রেপ্তারকৃতদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে৷
তিনজন মন্ত্রীর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকার পরও ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হওয়ায় হতাশ সম্পাদক পরিষদ৷ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বাকস্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি পুনর্ব্যক্ত করবেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘এই আইনটা বড়ই উদ্বেগের৷ ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলেও এই আইন হয়নি৷ এখন বাংলাদেশে এমন একটি আইন হবে তা তো আমি চিন্তাও করতে পারি না৷ আইনের চিন্তা করে তো আর লেখালেখি করা যায় না৷ আমরা তো পত্র-পত্রিকায় লেখি, বিভিন্ন জার্নালে লেখি, এখন এই লেখালেখি কার বিরুদ্ধে যাবে আর কে মামলা ঠুকে দেবে এই চিন্তা করে তো লেখা যাবে না৷ সাংবাদিকদের জন্য তো বিভিন্ন সংগঠন আছে, তারা কথা বলছেন৷ কিন্তু যাঁরা বিচ্ছিন্নভাবে লেখালেখি করেন, তাঁদের পক্ষে কে কথা বলবে?’’ দুই কোটির বেশি মানুষ ফেসবুকে সম্পৃক্ত, তাঁরাও তো নিয়মিত লেখালেখি করেন৷ এখন তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? অধ্যাপক চৌধুরী মনে করেন, তাদের নিরাপত্তার জন্য সরকার আইন করেনি৷ তিনি বলেন, ‘‘এ কারণেই তো বলছি, আইনটি সবার জন্যই উদ্বেগের৷’’