কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত
কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা বেলা ১০টায় আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শেখ জাকারিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মূখ্য অঞ্চলের উপ-মহাব্যবস্থাপ ক মোঃ গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মিজানুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,কৃষি ব্যাংক খুলনার অবসরপ্রাপ্ত এজিএম মোঃ আব্দুল মান্নান বিশ্বাস, জাকির হোসেন মল্লিক, লুৎফুল কবির, এম ফরিদ উদ্দীন, শহীদুর রহমান, জালাল উদ্দীন আহমেদ প্রমুখ।
সভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্ভুদ সমস্যা নিয়ে আলোচনাসহ একটি ৭ সদস্যের জেলা নির্বাহী কমিটি নিয়ে আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৭সদস্য বিশিষ্ট অবসরপ্রাপ্ত কর্মকর্তা সমিতি গঠিত হয়। এই কমিটিতে সভাপতি শেখ জাকারিয়া, সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আলতাফ হোসেন ও ৪ জন নির্বাহী সদস্য হলেন, ভবসিন্ধু মন্ডল, মোঃ আব্দুস শহীদ, আব্দুল গণি ও এম এম নজরুল ইসলাম। এসভায় প্রায় ৯০জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। দিনব্যাপি এ অনুষ্ঠানে যে সব কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও যারা অসুস্থ্য তাদের রোগমুক্তির জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি
১৩.১০.২০১৮