কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা। শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বাস্তবায়নে বর্ণার্ঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভার মধ্যদিয়ে দিবসের সমাপ্তি হয়। কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পুর্ব ক্ষতি”উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারি প্রকৌশলী আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।
উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতিয়ার রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্ল্যাহ বাচ্ছু, নবযাত্রা প্রকল্পের বিশ্ব খাদ্য কর্মসূচীর প্রতিনিধি মাহফুজুল হক, উপজেলা কো-অর্ডিনেটর হাবিবুর রহমান প্রমুখ।