আশাশুনির অসুস্থ পরিবারের পাশে ইউএনও মাফফারা তাসনীন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া গ্রামে একই পরিবারের অসুস্থ ৭ ব্যক্তিকে দেখে এলেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে শনিবার বিকালে তিনি তাদের বাড়িতে গমন করেন।
পরিবারের সবাই ব্যাধিগ্রস্ত, পিতা-মাতা মৃতপথযাত্রী। চিকিৎসা করানোর সক্ষমতা নেই, রোগীর সেবা শুশ্রূষা করারও কেউ নেই। চরম দুশ্চিন্তা, করুন আকুতি তাদের ভাষা। আর অন্ধকার ভবিষ্যৎ তাদের হাতছানি দিচ্ছে। মৃত করিম গাজীর পুত্র হামিদ গাজী (৬৫) ৬ মাস আগে থেকে, তার স্ত্রী আমেনা বেগম (৫৫) ২ বছর আগে থেকে রোগাক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দু’জনই শয্যাশায়ী হয়ে আছেন। তাদের ৫টি সন্তান আব্দুল্লাহ আল মামুন (৩৫), হাফিজুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২০) এবং কন্যা হালিমা খাতুন (৩২) ও ফাতেমা খাতুন (২৫) সবাই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের করুন চিত্র তুলে ধরে বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন ও ফেসবুকে সংবাদ প্রকাশিত হয়। উপজেলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিষয়টি উত্থাপিত হলে জেলা প্রশাসক মহোদয় নিজে সেখানে যাওয়ার সিদ্ধান্ত জানান। কিন্তু সময়ের স্বল্পতার কারনে ইউএনও মাফফারা তাসনীনকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেন। ইউএনও তৎক্ষণাৎ ইউএইচএ ডাঃ অরুণ ব্যানার্জী, ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক, একদল সাংবাদিককে নিয়ে তাদের বাড়িতে গমন করে বিস্তারিত খোজ খবর নেন। তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করেন। এছাড়া স্বাস্থ্য কর্মকর্তাকে তাদের চিকিৎসা ব্যবস্থাসহ সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রেডি করতে বলেন। যা জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যায়।
প্রসঙ্গত, যারা তাদের পাশে দাড়াতে চান তাদেরকে মোবাইল ০১৭৮৫৭৫৮৪০১ নম্বরে যোগাযোগ করতে পরিবার ও গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ জানান হয়েছে।