নির্বাচিত করলে তালায় স্টেডিয়াম তৈরির ঘোষণা দিদার বখতের
তালায় শাহাপুর যুব সংঘ কর্তৃ’ক আয়োজিত শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১৬ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডুমুরিয়া একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার বিকেলে ডুমুরিয়া একাদশ ও তালার ডেমশাখোলা একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় ডুমুরিয়া হাডুডু একাদশ ৬-১ বিজয়ী জয়লাভ করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে তালা-কলারোয়া আসনের জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত।
তালা সদরের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম খাঁর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা সহ-সভাপতি তালা উপজেলা সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম, সাসের পরিচালক ইমান আলী, জাপা নেতা হাবিবুর রহমান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, জুলফিক্কার আলী জুলু, যুবসংহতি নেতা সরদার কবির আহমেদ, লিটন গোলদার, বাহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির নেতা বাবলুর রহমান, বিল্লাল হোসেন, ছাত্রসমাজ নেতা সাগর মোড়লসহ আরও অনেকে।
খলায় ক্রীড়ামোদী দর্শকদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেন, সমাজে আলোকিত মানুষ তৈরি করার জন্য এরশাদের হাত ধরে তালা কলেজ, তালা বিদে উচ্চ বিদ্যালয়, তালা শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয়, কলারোয়া কলেজকে সরকারী করা হয়েছিলো। আঠার মাইল-পাইকগাছা পর্যন্ত ৩৩ কি.মি. পিচের রাস্তা করা, তালা শিল্পকলা একাডেমী, তালা হাসপাতালের মধ্যে বিভাগীয় নার্সিং ট্রেনিং সেন্টার তৈরি, তালা কুমিরা পিচের রাস্তাসহ দক্ষিণপশ্চিম লে তার হাত দিয়ে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তার শাসনামলের উন্নয়নের চিত্র তুলে ধরে লাঙ্গল প্রতিকে ভোট প্রার্থনা করে প্রধান অতিথি বলেন, আগত সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে তালার ক্রিয়ামোদী যুব সমাজের জন্য একটি স্টেডিয়াম স্থাপন করা হবে।