কলারোয়ার কেরালকাতায় ৪২৭ পরিবারে বিদ্যুতের আলো
কলারোয়ার কেরালকাতা, ফাজিলকাটি, পুটুনি ও কাজীরহাট গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস।
সূত্র জানায়, কেরালকাতাসহ ৪ গ্রামের ৪২৭ টি পরিবার নতুন এই বিদ্যুতায়নের সুবিধা পাচ্ছে। মোট ৬.৯৬৭ কি.মি. এই বিদ্যুতায়নে ব্যয় হয়েছে ৬৯ লাখ ৬৭ হাজার টাকা। গ্রাহক প্রতি নির্মাণ ব্যয় ১৬ হাজার ৩১৬ টাকা। স্টেক সদস্য ৩১৮ জন। ওয়ারিংকৃত সদস্য ৪২৭ জন। এরমধ্যে আবাসিক ৩৯৯ জন, দাতব্য প্রতিষ্ঠান ৭ ও বাণিজ্যিক ১ জন। ট্রান্সফরমার ১৯ টি।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যক্ষ ময়নুল হাসান, কেরালকতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ, ইউপি সদস্য জিয়াউর রহমান, প্রধান শিক্ষক সন্তোষ ভট্টাচার্য, মাস্টার অশোক চক্রবর্তী, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান।