শ্রীউলায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত- ৩
আশাশুনি উপজেলার শ্রীউলায় জমিজমার বিরোধ নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কলিমাখালী গ্রামে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, কলিমাখালী গ্রামের আব্দুর রহমান সরদারের স্বত্বদখলীয় ভিটাবাড়ি নিয়ে একই গ্রামের মৃত আফিল সরদারের ছেলে সামছুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার সময় সামছুর রহমানের স্ত্রী মনিরা খাতুন জমির সীমানায় ঘেরা বেড়া দিচ্ছিলেন। প্রতিপক্ষ সামছুর রহমান, তার স্ত্রী সুফিয়া খাতুন, ছেলে আনিছুর ওরফে শরিফুল ইসলাম, মুনছুর সরদারের স্ত্রী মাছুরা খাতুন, কন্যা জিন্না খাতুন, মহাসিনা খাতুন সহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। তার ডাক চিৎকারে অন্যরা ছুটে গেলে তাদেরকেও পিটিয়ে আহত ও শ্লীলতাহানি ঘটায়। ৩৬০০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার কেড়ে নেয়। পাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা মামলা মোকদ্দমা না করতে হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী রীমা খাতুনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। মনিরা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।