বর্ণিল আয়োজনে বাংলা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বর্ণিল আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের ১২১৩ নাম্বার রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু হেনা মোস্তাফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন ।
এ সময় তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বড় বড় সার্টিফিকেট অর্জন করা লেখাপড়া মূল উদ্দেশ্য নয় । লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো প্রকৃত জ্ঞান অর্জন করা ।তাই তোমাদের প্রকৃত জ্ঞান অর্জন করে দেশ ও জাতির সেবার মাধ্যমে নিজের ভবিষ্যৎ কে আলোকিত করতে হবে ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপিকা ম্যাডাম ফেরদৌসি আরা শিউলী, সহকারী অধ্যাপক মোছলেহুল আলম, প্রভাষক অমল কৃষ্ণ সরকার ,প্রভাষক মো: আবু রায়হান ও প্রভাষক মো:ইয়াছিন আলী ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের সম্মান ৪র্থ বর্ষের ছাত্র মো: শাহিন হোসেন ।