দুপুরের দিকে খুলনা উপকূলে আঘাত হানতে পারে ‘তিতলি’
ঘূর্ণিঝড় ‘তিতলি’ আরও প্রবল ও শক্তিশালী হয়ে উঠেছে। ভারত উপকূলে আঘাতের পর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে খুলনা আবহাওয়া অধিদফতর।
গতকাল বুধবার ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে দিনভর দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারি বর্ষণ হয়েছে। তিতলির প্রভাবে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গতকাল বিকেল থেকে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে ঢাকাসহ সারা দেশেই নৌ চলাচল বন্ধ রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় তিতলি প্রবল আকারে বিস্তৃতি লাভ করে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
তবে তিতলির প্রভাবে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তারা বলেছেন, এটি ভারত উপকূলে আঘাত এনে দুর্বল হয়ে যাবে। তবে আবার যদি শক্তি সঞ্চার করে, তাহলে ক্ষয়ক্ষতি হতে পারে। দুর্বল হয়ে আবার শক্তি সঞ্চারের সম্ভাবনা ক্ষীণ বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি ভারতে উরিষ্যা উপকূল অতিক্রম করতে পারে। পরে দুপুর নাগাদ খুলনা ও সুন্দরবন সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে। এ সময় ভারি ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।