‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ সংস্করণের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’র স্প্যানিশ ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত স্পেন দূতাবাসের উদ্যোগে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বলতেন,স্প্যানিশ ভাষা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। বাংলা ভাষার পর যদি কোন শ্রুতিমধূর ভাষা থেকে থাকে তাহলে তা স্প্যানিশ ভাষা। আমি খুব আনন্দিত এই ভাষায় বইটি অনুবাদ হওয়ায়। তিনি বলেন, ১ম খন্ড প্রকাশ করেছি আরো ১৪ খন্ড প্রকাশ করবো। তিনি আরো বলেন, এই বই প্রকাশ করার ফলে যেমন বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানা যাবে তেমনি স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান সম্পর্কে জানা যাবে। এই বই থেকে বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারবে সবাই। যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে চান তাদের জন্য এটা একটি মূল্যবান দলিল। এ সময় তিনি স্প্যানিশ এম্বাসেডর সহ স্প্যানিশ ভাষায় বইটি অনুবাদ যারা করেছেন তাদেরও ধন্যবাদ জানান।