প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাড়ছে না গ্যাসের দাম
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তির কারণে তা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিইআরসির সচিব মো. রেজানুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী একটি আদেশ দেবে কমিশন। ওই আদেশে বিতরণ কোম্পানির মার্জিন বৃদ্ধিসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এই সপ্তাহের মধ্যেই সেই আদেশ আসবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, আবাসিক ও বাণিজ্যিক ছাড়া সব ধরনের গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিতরণ কোম্পানিগুলো। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এনএলজি) খরচ মেটাতেই গ্যাসের দাম বাড়ানোর এই প্রস্তাব দেয়া হয়। জুনে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয়। শুনানির পর ৯০ দিনের মধ্যে আদেশ দেয়ার কথা কমিশনে। এই সপ্তাহেই এই ৯০ দিন পূর্ণ হবে।
Please follow and like us: