কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
কালিগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা। কালিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নবযাত্রা প্রকল্প ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।
অফিসার্স কল্যান ক্লাবে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের সমন্বয়কারি আশিষ কুমার হালদার, উপজেলা ককো অর্ডিনেটর হাবিবুর রহমান, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ মারুফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারি জয়দেব কুমার প্রমুখ।
থাকলে কন্যা সুরক্ষিত,দেশ হবে আলোকিত ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগন অংশগ্রহন করেন।