তায়কোয়ানডের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা হাতাচ্ছে মোয়াজ্জেম কবির
সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো পরিবার যখন ক্রীড়া উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, তখন কিছু অসাধু, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি তায়কোয়ানডো, ক্রীড়া প্রতিষ্ঠানের নামে মিথ্যা অপপ্রচার ও অনৈতিক কর্মকান্ড শুরু করেছে। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো প্রশিক্ষক আল ইমরান এর নেতৃত্বে বর্তমানে সাতক্ষীরা জেলা দল জাতীয় পর্যায় সহ বিভিন্ন টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। তৃনমূল ও জেলা টিমের খেলোয়াড়রা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজ যোগ্যতায় যখন তায়কোয়ানডো জাতীয় টিম, বি কে এস পি সহ বিভিন্ন দলে সুযোগ করে নিচ্ছে, তখন মোয়াজ্জেম কবির নামে এক জন অসাধু ব্যক্তি সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো দল ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের নাম ভাঙিয়ে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে চাকরি দেওয়া, বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। মোয়াজ্জেম কবির সাতক্ষীরা সদরের রসুলপুর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। তার গ্রামের বাড়ি কালিগঞ্জের খরহাটি গ্রামে। বর্তমানে বিভিন্ন মামলায় জড়িত কারণে সে পলাতক রয়েছে । এ বিষয়ে সাতক্ষীরা তায়কোয়ানডো কোচ আল ইমরান বলেন, মোয়াজ্জেম কবির আমাদের প্রতিষ্ঠানের নামে যে অপপ্রচার করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, মানুষ এখন সচেতন, তার মত লোকের কাছে পথভ্রষ্ট হয়ে কেউ আর্থিক প্রতারণার শিকার হলে সাতক্ষীরা তায়কোয়ানডো পরিবার ও ফেডারেশন কোন ভাবে দায়ী থাকবে না।