কাশিমাড়ীতে কমিউনিটি এ্যাকশন ডে উপলক্ষে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত
কমিউনিটি এ্যাকশন ডে উপলক্ষে উপজেলার কাশিমাড়ীর পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১০৫ নং পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালিত হয়েছে।
সুশীলনের বাস্তবায়নে NCS প্রকল্পের আওতায় ভিএসও (VSO) বাংলাদেশের অর্থায়নে পরিচালিত প্রকল্পের অধীনে এ কমিউনিটি এ্যাকশন ডে উদযাপিত হয়।
এই কর্মসূচির মধ্যে তিন শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়, দুই শতাধিক ব্যক্তির ডাইবেটিস পরীক্ষা ও দু’শতাধিক ব্যক্তির স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ।
এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর্জা মিজানুর আলম, সমাজসেবক ডাঃ মোস্তফা মাহমুদ, প্রধান শিক্ষক জিএম আবুল কাশেম, মুজিবর রহমান মোল্লা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন আলম পাড়, সমাজসেবক আয়ুব আলী মোড়ল, আব্দুর রহিম মোল্যা, আবু সাঈদ গাজী, আলহাজ্ব আব্দুল মোল্যা, আলহাজ্ব আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা আনসার আলী মোড়ল, আবু দাউদ মোড়ল, মনতেজ মোড়ল প্রমুখ।
মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন সাতক্ষীরার নবজীবন মেডিকেল ইন্সটিটিউটের বিভাগীয় প্রধান (মেডিকেল) ডাঃ মো. আমিনুল কবীর।
এছাড়াও “মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে”এই স্লোগানকে সামনে রেখে পূর্ব গোবিন্দপুর এভারগ্রীন যুব সংঘের তত্বাবধায়নে প্রিন্সিপাল আব্দুল হক রক্তদান সংস্থারও উদ্বোধন করা হয়।