সাতক্ষীরায় দীপালোক একাডেমি সহ অন্যান্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো উন্নয়ন মেলা
সাতক্ষীরায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে, তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার আজ ছিল শেষ দিন । শেষ দিনে জেলা স্টেডিয়ামে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার দীপালোক একাডেমির সহ বিভিন্ন শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করে । বাউল পূর্ণ চন্দ্র , শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিব কে নিয়ে চমৎকার একটি বাউল গান শোনান । দীপালোক একাডেমির পক্ষ থেকে মোঃ জোবায়ের হোসেন নাইমের পরিচালনায় সুজন,মুকুল,সোনিয়া,খাদিজা,রূপা,রুহুল আমিন, নুরুজ্জামান হিরণ ‘জয় বাংলা বাঙ্গালির জয়’ গানটির নৃত্য পরিবেশন করেন।
নৃত্যটি দেখুন..
গত বৃহস্পতিবার প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে শুরু হয় সাতক্ষীরায় উন্নয়ন মেলা ।
মেলায় উপস্থিত হয় সরকারি বেসরকারি সেবা প্রদান কারি ১শ’ টি স্টল । এই প্রতিষ্ঠান গুলো মেলায় তাদের উন্নয়নের চিত্র তুলে ধরে।
মেলা ঘুরে দেখা যায় স্টল গুলোতে জন সাধারণকে তাদের সেবা ও তথ্য প্রদান করছে সেবা দান কারি প্রতিষ্ঠান ।
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মেরিনা আক্তার, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলি জি.এম আজিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, জেলার আবু জাহেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, শেখ মুশফিকুর রহমান মিল্টন, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
মেলার শেষ দিনে মেলায় অংশ গ্রহণ কারি শিশু কিশোরদের ও সেরা সেবাদানকারী ১০টি প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ভারপ্রাপ্ত আফফিয়া সিরাত।