শ্যামনগর কাশিমাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাংচুর
ক্যারামবোড খেলাকে কেন্দ্র করে উপজেলার কাশিমাড়ী পল্লীতে বসতবাড়িতে হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর বুধবার রাতে।
প্রত্যক্ষদর্শী সূত্রমতে জানা যায়, ঘটনার দিন রাত ৯ টার দিকে গোবিন্দপুর গ্রামের মুন্দিরআটির আব্দুল আলীম মোড়লের ছেলে নুর আলমের সাথে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে একই গ্রামের সালাম মোড়লের ছেলে মারুফের বাক-বিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরে একই দিন রাত ১০ টার দিকে সালাম মোড়লের ছেলে মারুফ বিল্যাহ, হামজার মোড়লের ছেলে আলমগীর, বাসার মোড়লের ছেলে সুমন, শহীদুলের ছেলে রাশিদুল সহ অজ্ঞাতনামা ৪/৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী অনধিকারপূর্বক আব্দুল আলীমের বাড়িতে প্রবেশ করে বসতঘরের চালের এ্যাজবেজটস ভেঙেগুড়ে দেয় এবং ঘরের মধ্যে প্রবেশ করে আলমারীর মধ্যে রাখা ইট ভাটার দাদন বাবদ ৮০,০০০ টাকাসহ আনুষঙ্গিক জিনিস পত্র লুট করে নিয়ে যায়। লুটকরে চলে যাবার সময় সন্ত্রাসীরা জীবন নাশেরও হুমকি দেয়। এঘটনায় নুর আলম চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমানে সে প্রাণ নাশের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র জীবন যাপন করছে।
এই ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।