মেয়র সেলিম জাহাঙ্গীর পুনরায় সভাপতি নির্বাচিত
আগামী দুই বছরের জন্য পাইকগাছা পৌরসভাস্থ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর পুনরায় নির্বাচিত হয়েছেন। ৬ অক্টোবর শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোটাধিকার প্রদানের মধ্যদিয়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর কে পুনরায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
নির্ধারিত সর্বমোট ৯টি ভোটের মধ্যে মেয়র সেলিম জাহাঙ্গীর ৮ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ,টি, এম মনিরুজ্জামান ১ ভোট পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন।
এ সময় আরো উপস্হিত ছিলেন প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, কাউন্সিলর আলাউদ্দীন গাজী,কামাল আহমেদ সেলিম নেওয়াজ, এস এম ইমদাদুল হক, এস এম তৈয়্যেবুর রহমান,কবিতা দাশ,সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিবর রহমান, সাংবাদিক ও উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আকরামুল ইসলাম,আসিফ ইকবাল রনি, প্রসূন সানা, পৌর যুবলীগের ৪নং ওয়ার্ড সভাপতি দিপংকর শীল,উপজেলা তাঁতী লীগের সভাপতি দেব্রত রায় দেবু,সাংবাদিক ও পৌর যুবলীগনেতা আশরাফুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মশিয়ার রহমান, চন্দ্র মন্ডল সহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্ধ ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।