দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনর অভিযোগ
লিখিত বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন বলেন, ৫ অক্টোবর আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায়“ গৃহবধূ হত্যা মামলার বাদীর নিকট থেকে অর্থ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন” করে আমাকে হয়রানি করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। প্রকৃত ঘটনা হল ২৪ জুলাই ১৮ তারিখে আমার এক প্রতিবেশীর দুর্ঘটনা হয়েছে শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমি মোবাইল ফোনে জানতে পারি কে বা কারা আসামীদের ছেড়ে দেওয়ার পায়তারা করছে। আমি ঘটনা স্থলে পৌছায়ে দেখি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। এরই মধ্যে দুর্ঘটনায় আহত ফতেমা বেগমের মৃত্যুর সংবাদ পাই। তখন মৃত ফতেমা বেগমের পরিবার বর্গ ও প্রতিবেশীরা আসামীদের(ছিনতাইকারী) মারতে উদ্যত হয়। আমি সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ আসামীদেরকে থানায় নিয়ে যায় এবং ফতেমা বেগমের পুত্র বাদী হয়ে ছিনতাই কারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
অন্যদিকে লিখিত বক্তব্যে মৃত ফতেমা বেগমের বড় ছেলে গফুর বলেন, গত ৫ অক্টোবর উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমার ছোট ভাই সিরাজুল ইসলাম অসৎ সঙ্গে অন্যের প্ররোচনায় যে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়াছে। তাহাতে আমি ও আমার পরিবার আন্তরিক ভাবে দু:খিত । ভাইস চেয়ারম্যান আমাদের পরিবারের কাউকে কোন প্রকার হুমকি দেয়নি।