দাবা অলিম্পিয়াডে ৫৬ ও এশিয়ায় ১০ম বাংলাদেশ
১৮০ টি দেশের ১৮৫টি দলের মধ্যে বাংলাদেশ দল ১১ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে ৫৬তম হয়। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। অপরদিকে বাংলাদেশ মহিলা দল ১১ খেলায় ১১ পয়েন্ট পেয়ে ১৪৬ টি দেশের ১৫১টি দলের মধ্যে ৭২তম স্থান পেয়েছে।
উন্মুক্ত বিভাগের একাদশ ও শেষ রাউন্ডে শুক্রবার পানামাকে ২.৫-১.৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। দলের হয়ে খেলা তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিয়াউর রহমান জিতেছেন। ড্র করেছেন এনামুল হোসেন রাজীব। হেরেছেন মোল্লা আব্দুল্লাহ আল রাকিব। জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করেছেন ফিদে মাস্টার ফাহাদ রহমান।
২০১২ সালে ইস্তান্বুলে হওয়া অলিম্পিয়াডের ৪০তম আসরে উন্মুক্ত বিভাগে ৩৩তম হওয়া বাংলাদেশের সেরা সাফল্য।
অবশ্য ২০১৬ সালে গত আসরের চেয়ে এবার উন্মুক্ত বিভাগে এগিয়ে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে হওয়া প্রতিযোগিতায় উন্মুক্ত বিভাগে ১৮০ দেশের মধ্যে ৭৬তম হয়েছিল দল।
মহিলা বিভাগে শেষ রাউন্ডে লিথুনিয়ার কাছে ৩.৫-০.৫ পয়েন্টে হারে বাংলাদেশ। মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন ড্র করেন। দলের বাকি তিন জনই হেরেছেন।