সাতক্ষীরায় ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলামসহ আটক ৪৩
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আশাশুনি কলেজের ছাত্রদলের সভাপতি মোঃ শফিকুল ইসলামসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে-বিএনপি-জামায়াতের চার নেতা-কর্মী এবং মাদক মামলায় ৩ ব্যবসায়ী রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে ২১ পিস ইয়াবা,২০ ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত জানান,সাতক্ষীরা সদর থানা থেকে ৯ জন,কলারোয়া থানা থেকে ৭ জন,তালা থানা থেকে ৪ জন,কালিগঞ্জ থানা থেকে ৪ জন,শ্যামনগর থানা থেকে ৮ জন,আশাশুনি থানা থেকে ৫ জন,দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান,আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।