শ্যামনগরে গোপালপুর ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে আজ সকাল ১০টায় গোপালপুর ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ভবনের নির্মাণ কাজের ফলক উন্মোচন করলেন সাতক্ষীরা-০৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। এই স্থানে ১৯৭১ সালের খান সেনাদের সাথে সম্মুখ সমরে যুদ্ধে ৬জন মুক্তিযোদ্ধা শহীদ হন, এখানে তাদের সকলকে সমাধিস্থ করা হয়। তাদের স্মৃতির উদ্দেশে এখানে জাতীয় স্মৃতি সৌধের আদলে একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানায়ায়, পর্যায় ক্রমে এখানে শহীদের কবর সংরক্ষণ সহ কয়েকটি ভবন নির্মাণ করা হবে। যেখানে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যবস্থাও থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ হারুন-অর-রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, মুক্তিযোদ্ধা অমর আলী, মাষ্টার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বাবলু, মহিলা সদস্য দেলওয়ারা বেগম, সংবাদকর্মী সহ সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। ফলক উন্মোচন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোট মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক।