মাশরাফিকে জন্মদিনের শুভেচ্ছা আইসিসি’র
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৩৫তম জন্মদিন আজ(৫ অক্টোবর)। বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত ভক্তদের শুভকামনা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন সফল এই তারকা ক্রিকেটার। এবারে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মাশরাফি। ক্যারিয়ারের শুরুতেই সুইং এবং গতির ঝড় তুলে খ্যাতি পান নড়াইল এক্সপ্রেস নামে। পরবর্তীতে ইনজুরির কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে দীর্ঘদিনের জন্য ছিটকে যান। কিন্তু বারবার নিজের জেদ, স্পৃহা এবং খেলার প্রতি তীব্র ভালোবাসা থেকে ফিরে আসেন মাঠে।
ইনজুরির কারণে দুই হাঁটুতে সাতবার অস্ত্রোপচার করার হয় মাশরাফির। তা সত্বেও তরুণ ও সেরা পারফর্মারদের সঙ্গে তাল মিলিয়ে দলে ফেরেন এবং সেরা পারফর্মারে পরিণত হন। শুধু কি তাই? পেসারদের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণার উদাহরণ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেন।
মাশরাফির ৩৫তম জন্মদিনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছে,
‘সে কিছুদিন আগেই বাংলাদেশের হয়ে প্রথম ২৫০ উইকেট নিয়েছে এবং সে বাংলাদেশের অধিনায়ক। শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা।
উল্লেখ্য, মাশরাফির অধিনায়কত্বে ২০১৫ সাল থেকে ক্রিকেটের অন্যতম একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। এসময় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়া, ভারত-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে সিরিজ হারায় বাংলাদেশ। এছাড়া টানা দুইবার এশিয়া কাপের ফাইনালে ওঠে তার দল। দলীয় পারফর্মের সঙ্গে সঙ্গে নিজের পারফর্মকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। আর তারই ধারাবাহিকতায় দেশের হয়ে প্রথম ২৫০ উইকেটও পান টাইগারদের ওয়ানডে দলপতি।