ফিংড়ীতে ৯টি মন্ডপে শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন
ঢাকের তালে বছর ঘুরে মা যে আবার আসছে ঘরে। আগামী ১৪ অক্টোবর রবিবার মহা পঞ্চমীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপনী হবে দূর্গোৎসবের। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে এখানকার প্রতিমা শিল্পিরা। প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ, চলছে শেষ মুহূর্তের পরিপূর্ণতার কাজ। রং-এর প্রলেপের কাজও শেষ পর্যায়ে। শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ৯টি দুর্গাপূজা মন্ডপে ডেকোরেশন, লাইটিং, প্যান্ডেলসহ সংশ্লিষ্ট নিয়ে ব্যস্ত আয়োজক কমিটি। ইউনিয়নের ফিংড়ী সর্বজনীন, দক্ষিণ ফিংড়ী সর্বজনীন, সুলতানপুর সর্বজনীন, ফয়জুল্যাহপুর সর্বজনীন, এল্লারচর সর্বজনীন, এল্লারচর ঠাকুরপাড়া সর্বজনীন, ব্যাংদহা সর্বজনীন, কুলতিয়া সর্বজনীন, গোবিন্দপুর সর্বজনীন দুর্গাপূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ফিংড়ী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব কুমার ঘোষ জানান- প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবে। এছাড়া মন্দিরগুলোর সার্বিক তত্বাবধায়ন ও যোগাযোগ রাখতে প্রশাসনের পাশাপাশি ফিংড়ী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির একটি দল ভ্রাম্যমান পর্যবেক্ষণ করবেন। তবে সুষ্ঠু ও সুন্দর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ বছর শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলেন এলাকাবাসী মনে করছে।