‘কেউ যৌন সম্পর্ক করে কী বলে, করে এলাম?’
বলিউড অভিনেত্রী কাজল। এবার তিনি যুক্ত হয়েছেন তনুশ্রী দত্তের ইস্যুতে। বললেন, তিনি যে অভিযোগ করেছেন, সেটাই তো বাস্তবতা। সর্বত্র এসবের বিরুদ্ধে অবস্থান নেয়ার সময় হয়ে গেছে। কাজল মনে করেন ভারতেও #মিটু আন্দোলন শুরু করা দরকার।
সঙ্গে কেউ থাকুক বা না থাকুক, প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে জেগে উঠতে হবে। নিজের জন্য অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সবাই যখন দেখবে আপনি জেগে উঠেছেন, তারাও জেগে উঠবেন।
নানা পাটেকর ইস্যুতে মন্তব্য করতে গিয়ে কাজল বলেছেন, শুধু কি সিনেমায়, যৌন হয়রানি কোথায় নেই? পুরুষদের কাছে নারীরা বড়ই অসহায়।
কাজল বলেন, এ রকম ঘটনা কখনো ঘটতেও দেখিনি, কেবল শুনেছি। সেটাও গুজবের মতো করে। এসব জানবেনই বা কীভাবে? কেউ কি করে এসে বলে, করে এলাম! জানি না ঘটনা কতটা সত্য, কিন্তু নিজের সামনে এসব হতে দেখলে আমি এর বিরুদ্ধে অবস্থান নিতাম।
এদিকে, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের শুটিংয়ের সময় আপত্তিকরভাবে তনুশ্রী দত্তের গায়ে হাত রেখেছিলেন অভিনেতা নানা পাটেকর। সে সময় এ ঘটনার প্রতিবাদ করেও পাত্তা পাননি তিনি। কিছুদিন আগে এ প্রসঙ্গে আবারো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নায়িকা। এবার আর চাপা পড়েনি ক্ষোভ। দাবানলের মতো ছড়িয়ে গেছে বলিউডে।
তবে এই প্রতিবাদকে অনেকেই সমর্থন ও বাহবা দিচ্ছেন। সম্প্রতি পরিনীতি চোপড়া, অর্জুন কাপুর ও বিবেক ওবেরয় এ প্রসঙ্গে সমর্থন জানিয়েছেন। পরিনীতি মনে করেন, তনুশ্রীর ঘটনাটি নজির সৃষ্টি করবে। এই অঙ্গনের অন্য কোনো মেয়ের ক্ষেত্রে এমনটি হলে সে আর চুপ থাকবে না। আমার মনে হয়, সবাইকে যৌন নিপীড়কের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নয় তো সারা জীবন শোষিত থাকতে হবে।
অর্জুন কাপুর বলেছেন, তনুশ্রী যদি সত্যি বলে থাকেন, তিনিই জিতবেন। সত্য প্রকাশে আজ একজন নারী সাহস দেখিয়েছেন, তিনি নিশ্চয়ই জয়ী হবেন।
বিবেক ওবেরয় মনে করছেন, নারীর সমান মর্যাদা ও সম্মান নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সমাজের দায়িত্ব।
তাছাড়া কঙ্গনা রনৌত, ফারহার আখতার, হানসাল মেহতা, প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ান এবং সোনম কাপুরেরা তনুশ্রীর ঘটনার নিন্দা জানিয়ে তনুশ্রীর পক্ষে অবস্থান নিয়েছেন।