সাতক্ষীরা জেলা ছাত্র সমাজের জেলা নেতৃবৃন্দকে তালায় সংবর্ধনা
জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক এস,এম আকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রোকোনুজ্জামান সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্র সমাজের নব গঠিত কমিটির পরিচিতি সভা শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে জেলা ছাত্র সমাজের নেতৃবৃন্দ তালায় আমন্ত্রণ পত্র প্রদানকালে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তালার মাঝিয়াড়া বাজার এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। তালা সদরের ৭নং ওয়ার্ড কার্যা’লয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র সমাজের তিন নেতাকে ফুলের শুভেচ্ছা জানান জাতীয় পার্টির তালা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কবির আহমেদ, জাপা নেতা আব্দুর রশিদ সরদার, অশোক পাল, ছাত্র সমাজের তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউনুস আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, ছাত্র সমাজের ওয়ার্ড সভাপতি মো. মনিরুল ইসলাম, ছাত্র সমাজ নেতা ইমরান হোসেন, খায়রুল বাসার বাবু, যুব সংহতি ওয়ার্ড সভাপতি মো. লুৎফর রহমান, সম্পাদক সেলিম সরদার, তরুন পার্টির ওয়ার্ড সভাপতি রুবেল মোল্যাসহ আরো অনেকে।
এ সময় নেতৃবৃন্দ পল্লীবন্ধুর হাত ধরে আরেকবার সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্তকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
Please follow and like us: