শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় পরিসংখ্যনকর্মী নিহত
সাতক্ষীরার শ্যামনগরে ভ্যানকে সাইড দিতে গিয়ে মটর সাইকেল থেকে পড়ে পরিসংখ্যনকর্মী নিহত হয়েছে। নিহত পরিসংখ্যনকর্মীর নাম দেবিকা রানী বাউলিয়া তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামের রবীন্দ্রনাথ বাউলিয়া’র স্ত্রী।
শ্যামনগর থানা’র ওসি ইলিয়াস হোসেন জানান, আদমশুমারি ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ(nhd) প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর শ্রীনগর থেকে সোমবার দুপুরে মিটিং শেষে বাড়ি ফেরার পথে ভ্যান সাইড দিয়ে যেয়ে মোটরসাইকেল থেকে পড়ে আঘাত পায়।
তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক থাকায় ডাক্তাররা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিন দিন লাইফ সাপোর্টে থাকার পরে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
Please follow and like us: