শ্যামনগরে জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের এমপি এস এম জগলুল হায়দার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, থানা অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভীন ঝর্ণা, কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন সহ সকল সরকারী কর্মকর্তা, আওয়ামী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফিতা কেটে উদ্বোধন শেষে এমপি জগলুল হায়দার এর নেতৃত্বে বর্ণাঢ্য উন্নয়ন র্যালী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্ত্বরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন, সফলতা ও অগ্রগতি নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জগলুল হায়দার বলেন, বাংলার প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তৃণমুল পর্যায়ে মানুষের কাছে সরকারের উন্নয়ন ও সফলতার কথা পৌঁছে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানান। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খানের অক্লান্ত পরিশ্রমে মেলায় ৭৪টি স্টল অংশ গ্রহণের মাধ্যমে মনোমুগ্ধকর দৃশ্যমান উন্নয়নের সাক্ষ্যবলী প্রদর্শন করেন।