শ্যামনগরের কাশিমাড়ীতে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে ও বেসরকারি সংস্থা বার্ষিক’র সহযোগিতায় “উন্নয়নের শর্তে জীববৈচিত্র্য ধ্বংস মানব সভ্যতা ধ্বংসের নামান্তর ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মণ্ডল। এসময় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয় ও গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার এই প্রতিযোগিতায় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। এসময় প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সিডিও ইয়ুথ টিমের কাশিমাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জিএম হুমায়ূন কবির হিমু, গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিরউদ্দিন ও কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) আনন্দ মণ্ডল।
সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক তানভীর হোসেনের সার্বিক সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের কাশিমাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মহসিন হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক আল মামুন, ক্রীড়া সম্পাদক তাহমিদ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সাহদুর রহমান, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের কে পুরস্কৃত করা হয়।