তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ নারী
ভারতে পাচার হওয়ার ৩বছর পর ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যম বাংলাদেশী ৪ যুবতীকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কাছ হস্তান্তর করছে ভারতীয় বিএসএফ সদস্যরা।
বুধবার (০৩ অক্টোবর ) সন্ধ্যায় বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেন। ফেরত আসারা হলো-অন্তরা(২১) নাসিমা খাতুন (২০) লিমা খাতুন (১৮)ও জেসমিন আরা (১৭)। এরা নড়াইল, ময়মনসিংহ, যশোর সাতক্ষীরা জেলার বাসিন্দা । বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ৩ বছর আগে এসব নারীদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি দালাল চক্র সীমান্ত পথে ভারত নিয়ে যায়।এ সময় সেদেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতার ‘সংলাপ’ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে । পরবর্তীতে এনজিও সংস্থা এসব নারীদের নাম,ঠিকানা জোগাড় করে যাচাই-বাচাই করে । পর দু,দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করে ‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে বাংলাদেশ ফেরত পাঠায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সালেহ মাসুদ করিম‘স্বদেশ প্রত্যাবর্তনের’ মাধ্যমে ৪ বাংলাদেশী নারীকে ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে বলেন ,কাগজপত্র কাজ সম্পন্ন করে সাতক্ষীরা একটি মানবাধিকার সংস্থা নিকট বুঝিয়া দেওয়া হবে ।