আশাশুনিতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন
আশাশুনিতে ‘উন্নয়নের অভিযাত্রার অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনের এ মেলা শুরু হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাাকিম, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ন কবির সুমনসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে সদ্য আবেদনকারী ২৪ জনকে ডিজিটাল মিটার প্রদান এবং কাগজপত্র কমতি থাকায় আরও ১৫ জনকে রবিবার মিটার দেওয়ার জন্য কাগজপত্র জমা নেওয়া হয়। এছাড়া যুব উন্নয়নসহ কয়েকটি দপ্তরের চেক/ঋণ বিতরণ করা হয়। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কণ্ঠ শিল্পী চৈতালী মুখার্জীসহ বিভিন্ন আমন্ত্রিত শিল্পী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। মেলা চত্বরে ৫০ টি স্টলে ১১ ইউনিয়ন পরিষদ, থানা, সরকারি দপ্তর, বিদ্যুৎ বিভাগ, একটি বাড়ি একটি খামার, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের উন্নয়নসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের উন্নয়ন ও কর্মকান্ড তুলে ধরে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। শনিবার পর্যন্ত এ মেলা চলবে।