অসহায় ব্যক্তির বাড়ী উচ্ছেদ করার পায়তারায় জেলা প্রশাসকের দপ্তরের অভিযোগ
বৃহস্পতিবার সকালে কলারোয়ায় এক অসহায় ব্যক্তির বাড়ী ঘর উচ্ছেদ করার পায়তারায় জেলা প্রশাসকের দপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরের অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে,কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে আঞ্জুয়ারা খাতুন ও তার পরিবারবর্গ ৩৫ বছর যাবৎ ৫শতক সরকারী খাস জমিতে বসত ঘরবাড়ী তৈরি করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। হঠাৎ ওই এলাকার বাদল হোসেন, রসুল, হাসান কোন কারণ ছাড়াই তাদের বাড়ী গিয়ে ব্যাপক ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি তাদের বাড়ী ঘর ভাংচুর করে জমি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এঘটনায় অসহায় আঞ্জুয়ারা খাতুন স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে সরকারের বিভিন্ন দপ্তরে দরখাস্ত করেছেন।
Please follow and like us: