ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামিতে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এবং তা থেকে সৃষ্ট সুনামির পর থেকে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দেশটির জাতীয় দুর্যোগ বিভাগ মঙ্গলবার তাদের সর্বশেষ যে হিসাব দিয়েছে তাতে বলা হয়েছে শুক্রবারের ভূমিকম্প এবং তা থেকে সৃষ্ট সুনামিতে সুলাওয়েসি দ্বীপে মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন- এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, জাতিসংঘ বলছে, ইন্দোনেশিয়ায় ২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন। যাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর (শুক্রবার) শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্পের পরেই আছড়ে পড়ে ৩ মিটার উচু (১০ ফুট) সুনামি।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টার একটু আগে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতপো পারু নাগরোহো জানিয়েছেন, সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু, ডোঙ্গালা ও অন্যান্য কয়েকটি উপকূলীয় এলাকায় তিন মিটার উচ্চতার সুনামি আছড়ে পড়ে।ৃ