ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে চলছে দরাদাম
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে ৯ সদস্যের কার্যকরি কমিটি গঠনের জন্য ৯টি মনোনয়নপত্র বিক্রি করেছে নির্বাচন কমিশন। কে কিনেছেন আর কাদের নামে কিনেছেন তা প্রকাশ করতে রাজি হননি কমিশনের প্রধান।
একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, রাতের আধারে জেলা শহরের দুই নেতার বাড়িতে নির্বাচনি হাট বসানো হয়। সেখানে দফা-রফার পর সকালে কমিশনের প্রধানকে ঠুটুজগন্নাথ বানিয়ে বসিয়ে রাখা হয়। তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় ৯টি মনোনয়নপত্র। এই প্রতিনিধি বেলা ১২টার দিকে নির্বাচন কমিশনের প্রধান সাংবাদিক আকব্দুল গফুর সরদারের সাথে যোগাযোগ করলে তিনি হাসতে হাসতে বলেন ‘ভাই সব ক্লোজড’। কি ক্লোজড জিজ্ঞাসা করলে তিনি বলেন ‘ভাই আর কিছু বলা যাবে না’। কাউকে মনোনয়নপত্র চাইলে দেওয়া হবে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি আবারো বলেন ‘ভাই সব ক্লোজড’।
অভিযোগ রয়েছে, জেলা শহরের এক শীর্ষনেতা, এক জনপ্রতিনিধি, এক ব্যবসায়ী নেতা ও এক কর্মকর্তা নির্বাচনের কলকাটি নাড়ছেন। মনোনয়নপত্রের কেনা সেই সেট এই তরিকার হাতেই। এখন শুধু দরদাম চলছে। ঘরে বসে ডাকা টেন্ডারের সর্বোচ্চ দরদাতারাই হবেন এই কমিটির সভাপতি সম্পাদক থেকে অন্যান্য পদের কার্যকরি সদস্য।
দুপুরে কথা হয় সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজুর সাথে। তিনি বলেন, মনোনয়ন ক্রয় করতে এসেছিলাম। পরিস্থিতি বুঝে বসে আছি। সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু জানান, ব্যাপক নিরাপত্তার কারনে এলাকায় যেতে পারেনি। সম্পাদক প্রার্থী শাহানুর ইসলাম শাহিন জানান, মনোনয়ন ক্রয়ের কোন সুযোগ নেই। ভোমরার ভোট হলেও সব কিছু হবে সাতক্ষীরায় বসে, তাই আশা ছেড়ে দিয়েছি।