হিন্দু ছাত্রীদের জন্য গরুর মাংসের বিরিয়ানি!
বগুড়ার সদর উপজেলার পীরগাছা এএফ বালিকা উচ্চবিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীদের গরুর মাংসের বিরিয়ানি খাওয়ানোর অভিযোগে প্রধান শিক্ষক আবদুল হান্নানকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ওই এলাকার হিন্দু নারী-পুরুষরা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর উপজেলায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, শনিবার (২৯ সেপ্টেম্বর) পীরগাছা এএফ বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও মা সমাবেশের আয়োজন করে। পরে অনুষ্ঠান শেষ হলে শিক্ষার্থীদের বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। স্কুলের ৪২ সনাতন ধর্মাবলম্বী ছাত্রীদেরও গরুর মাংসের বিরিয়ানি খাওয়ানোর ঘটনাটি সন্ধ্যায় ওই এলাকায় ছড়িয়ে পড়ে। তবে সরবরাহ করা গরুর মাংসের বিরিয়ানি হিন্দু শিক্ষার্থীরা খেয়েছে কিনা তা জানা যায়নি।
এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইকবাল হোসেন জানান, ছাত্রী ও অভিভাবকদের জন্য ৮০০ প্যাকেট নাস্তার ব্যবস্থা রাখা হয়েছিল। বিরিয়ানির বিষয়টি তার জানা নেই।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা হবে। আটকের পর প্রধান শিক্ষক স্বীকার করেছেন, তিনি সাত কেজি গরুর মাংস কিনেছিলেন। হিন্দু ছাত্রীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না।’
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সনাতন চক্রবর্তী বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় শিক্ষককে গ্রেফতার দেখানো হবে।’