শ্যামনগরে প্রবীণ দিবসে নবীন প্রবীণ সংলাপ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চালিতাঘাটা বাজারে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে নবীন প্রবীণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল ৫ টায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এবং স্থানীয় যুব সংগঠনের আয়োজনে ৫০ জন নবীন প্রবীণ সমন্বয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়।এসময় প্রবীণরা আগেকার দিনে কৃষিতে সোনালী দিনের কথা উল্লেখ করে বলেন,আমরা আগে ক্ষেতে থান ফেলিয়ে আসতাম আর কাটার সময় কেটে আনতাম।সারের কোনো দেখা ছিলোনা।আর এখন সার ছাড়া কোনো কিছুই ফলানো সম্ভব না।আক্ষেপের সুরে প্রবীণ শিক্ষক মোশাররফ হোসেন বলেন,এখন আর খাদ্যে স্বাদ নেই।তিনি আরও বলেন, যত আরাম তত বেরাম।সংলাপে উপস্থিত ছিলেন বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পাল,প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল হিসাবরক্ষক বিধান মধু,বারসিক কর্মকর্তা আল ইমরান,যুব নেতা গোলাম রব্বানী, রেজাউল করিম,আল আমিন,মাসুম বিল্লাহ সহ প্রবীণ – নবীনরা