শ্যামনগরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করনের লক্ষ্যে শিক্ষা বিভাগের সাথে মতবিনিময় সভা
শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ডিআরআরএ উদ্বেগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করনের লক্ষ্যে উপজেলা শিক্ষা বিভাগের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এএসআইপিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো: মাহবুবুর রহমান এর সভায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হোসেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার দেবাশিষ ঘোষ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার আই-এড প্রকল্পের সমন্বয়কারী সিরাজুল ইসলাম প্রমুখ। অপরদিকে রবিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্যামনগর এর কার্যালয়ে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এএসআইপিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো: মাহবুবুর রহমান এর সভায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শ্যামনগর শহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার দেবাশিষ ঘোষ। এসময় উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার আই-এড প্রকল্পের সমন্বয়কারী সিরাজুল ইসলাম প্রমুখ ।