মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন ঐশী
অবশেষে গুঞ্জন সত্যি হয়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
মিস ওয়ার্ল্ড ২০১৮ সালে যে আসর চীনে অনুষ্ঠিত হবে তাতে ঐশী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগীতায় প্রথম রানার্সআপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া। আর দ্বিতীয় রানার্সআপ হয়েছেন নাজিবা বুশরা।
রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) রাজদর্শন হলে রোববার জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ তে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়েছিলেন ১০ প্রতিযোগী। জান্নাতুল ফেরদৌস ঐশী ছাড়া অন্যরা হচ্ছেন নিশাত নাওয়ার, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া এবং শিরীন শিলা।
ফাইনালের আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ এবং নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। উপস্থাপনা করেন আজরা মাহমুদ, সনিকা ও নিরব।
অনুষ্ঠানে প্রতিযোগীরা নাচ ও একাধিক ফ্যাশন কিউয়ের মধ্য দিয়ে নিজেদের তুলে ধরেন। এর বাইরে তারকা পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। এতে পারফর্ম করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আঁচলসহ বেশ কয়েকজন। এছাড়া গান পরিবেশন করেন সংগীত শিল্পী মিনার, মারিয়া শিমু।
প্রসঙ্গত, বিজয়ী ঐশী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর প্রতিনিধি হয়ে আগামী ৭ ডিসেম্বর চীনের সানাইয়া শহরে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেবেন। তার হাতেই লাল-সবুজের পতাকা উড়বে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চে।