পলাশপোল এলাকার রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করলেন পৌর মেয়র
সাতক্ষীরা পলাশপোল জজকোর্টের সামনের রাস্তা থেকে বউ বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করলেন পৌর কর্তৃপক্ষ। সোমবার সকাল ১০টায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ উক্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, ৮নং ওয়ার্ড শফিকুল আলম বাবু, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মাহমুদ আলী সুমন, মাস্টার হাফিজুল ইসলাম খান চৌধুরী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল আমিন, সাবেক সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন, মাস্টার আবু বক্কার, সাবেক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শেখ মুনসুর আলম, ওলিউর রহামন ওলি, আব্দুল গফফার, রবিউল ইসলাম রবি, দৈনিক আজকের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার কাজী সাহানুর ইসলাম শাহীন, মোঃ মহিদুজ্জামান মহিদ, জাহাঙ্গীর পারভেজ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় পৌর মেয়র এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, রাস্তাটি আপনাদের। আপনাদের রাস্তার কাজ আপনারা পাশে থেকে করে নেবেন। রাস্তা সংস্কার কাজে কোন দুর্নীতি চোখে পড়ে তাহলে আমাদের জানাবেন।
উল্লেখ্য : গত ২৩ অক্টোবর পলাশপোল বউ বাজার এলাকাবাসীর সাথে মত বিনিময় সভায় পৌর মেয়র আগামী ২ সপ্তাহের মধ্যে রাস্তার সংস্কার ও পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এরই প্রেক্ষিতে রাস্তার সংস্কার কাজ শুরু হয়। পৌর মেয়রের এ মহতী উদ্যোগে এলাকাবাসী তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।