জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৮ উদ্বোধন
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৮ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার বেলা ১১টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহম্মেদ চিশতি। স্বাস্থ্য অধিদপ্তর মহাখালি ঢাকার রোগ নিয়ন্ত্রণ শাখার সহযোগিতায় আগামী ৭ সেপ্টেম্বর ১৮ পর্যন্ত ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের ১টি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার সুপার ভাইজার এবাদুল ইসলাম, টিকাদানকারী সোহেল রানা, বিদ্যালয়ের সহকারি শিক্ষক তৈয়েবুর রহমান তুহিন, ফারুক হোসেন, শামীমা পারভীন, জাহিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, এবছর সাতক্ষীরা পৌরসভার ৩৫ হাজার শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।