কুলিয়ায় গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১
দেবহাটার কুলিয়ায় গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত নারী খোদেজা খাতুন(৪৫) বর্তমানে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ কুলিয়া গ্রামে। জানা যায়, গত বৃহস্পতিবার দক্ষিণ কুলিয়া গ্রামের আফসার আলীর স্ত্রী খোদেজা খাতুন বাড়ির সামনে রাস্তার উপর গাছের শুকনা পাতা কুড়াতে যায়। এসময় প্রতিবেশী ইব্রাহিম গাজী’র স্ত্রী আশুরা খাতুন তাকে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটির ঘটনাটি স্থানীয়রা ঘটনাস্থলেই মিমাংসা করে দেয়। পর দিন সকাল ৯টার দিকে আবারো আশুরা খাতুন তার স্বামী ইব্রাহিম গাজী, ছেলে সুজন ও ভাই আব্দুল আজিজকে নিয়ে এসে লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী কায়দায় খোদেজার বাড়িতে এসে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। এসময় তার আতœ-চিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় খোদেজা খাতুনকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি ভিন্ন খাতে নিতে আহত খোদেজা খাতুনের চাচাত দেবর ফজর আলীর পুত্র জাহাঙ্গীর আলমকে বিভিন্ন ভাবে হয়রানি করার অপ-চেষ্টা চালিয়ে যাচ্ছে। এঘটনায় সুস্থ বিচার চেয়ে আহত খোদেজার স্বামী আফসার আলী দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে দেবহাটা থানার এসআই মনিরুল ইসলাম জানান, উক্ত ঘটনায় আহত খোদেজার স্বামী একটি অভিযোগ করেছে। তদন্ত শেষে মামলার প্রস্তুতি চলছে।