কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালী ও আলোচনা সভা
কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ‘‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রবীণ দিবস পালন করা হয়। সোমবার (১ অক্টোবর) বেলা ১১ টায় দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স কল্যাণ ক্লাবে এসে শেষ হয়। র্যালীটির নেতৃত্ব দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুধীবৃন্দ।