আশাশুনিতে আত্ম-কর্মসংস্থানে প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান
আশাশুনিতে মহিলাদের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বৃত্তিমুলক প্রশিক্ষণার্থীদের ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র ও ভাতার টাকা বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। অনুষ্ঠানে বিউটিফিকেশান, ভার্মি কম্পোষ্ট ও দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত আইজিতে ৪০ জনকে ২ লক্ষ ৩১ হাজার ৩০০ টাকা ও রাজস্ব খাতের ৩০ জনকে ১ লক্ষ ৭৬ হাজার ১০০ টাকা এবং প্রত্যেককে সনদ পত্র প্রদান করা হয়।