সাতক্ষীরায় পর্যটন কেন্দ্র স্থাপন ও আন্তর্জাতিক মানের স্কুল গড়ে তোলা সম্ভব:ড. ইউসুফ আবদুল্লাহ
ড. ইউসুফ আবদুল্লাহ রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক অনির্ধারিত আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক চার সভাপতি সুভাষ চৌধুরী, আবুল কালাম আজাদ , অধ্যক্ষ আনিসুর রহিম ও মনিরুল ইসলাম মিনি, সাবেক সহ সভাপতি কালিদাস রায় ,সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও রুহুল কুদ্দুস, মনিরুল ইসলাম মনি, কাজী শওকত হোসেন ময়না ও সেলিম রেজা মুকুলসহ অন্যান্য সাংবাদিকরা ছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল শুভ্র ও আশাশুনির আনুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম উপস্থিত ছিলেন।
ড. ইউসুফ আবদুল্লাহ বলেন সাতক্ষীরায় পর্যটন কেন্দ্র স্থাপনের সব ধরনের সুযোগ রয়েছে। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য উল্লেখ করে তিনি বলেন এর চিরায়ত সৌন্দর্য পিপাসা মিটানোর আগ্রহ কার না রয়েছে। তিনি আরও বলেন পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য সাতক্ষীরা জনপ্রতিনিধিদের আরও সোচ্চার হওয়া প্রয়োজন। ভোমরা স্থল বন্দর আমদানি রফতানি বানিজ্যের এক সিংহদ্বার মন্তব্য করে তিনি বলেন এর কার্যক্রমকে আরও বেগবান করা দরকার। ভারতীয় কাঁচা মাল ব্যবহার করে সাতক্ষীরা সীমান্তে নতুন শিল্প গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। এসব ব্যাপারে তিনি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানান।
আলোচনার এক পর্যায়ে তিনি আরও বলেন সাতক্ষীরায় একটি আন্তর্জাতিক মানের স্কুল গড়ে তোলা সম্ভব। উন্নত শিক্ষার চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন এজন্য ছাত্র ও শিক্ষকের কোনো অভাব হবে না। তিনি এ ব্যাপারে সাতক্ষীরার সাংবাদিকসহ শিক্ষানুরাগী ও বুদ্ধিজীবী মহলকে এগিয়ে আসার আহবান জানান।