সরোসকাটি বাজার থেকে দুই আসামি গ্রেফতার
কলারোয়া থানার জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজার থেকে কলারোয়া থানার পুলিশ দুই আসামি কে গ্রেফতার করেছে ।
দুপুর ১২/৩০ মিনিট নাগাদ,এরা হলো গাজনা কুঠি পাড়ার মৃত আনছার সানার ছেলে আলম সানা(২৬)ওয়ারেন্টের আসামি ও তমেজ মোড়ল(৮০)ছেলে ওজিহার মোড়ল (৫৫)নাশকতার আসামি,সরসকাটি ফাড়ির দায়িত্ব রত পুলিশ সূত্রে জানা গেছে এরা দীর্ঘ দিন যাবৎ পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল, গত কাল ২৯/০৯/২০১৮ তারিখ দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
Please follow and like us: