বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কলারোয়া উপজেলা সম্মেলন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড, মুস্তফা লুৎফুল্লাহ, এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করতে হবে। দেশবিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। রোববার বিকেলে কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার দাবিতে আয়োজিত এ উপজেলা সম্মেলনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড, মুস্তফা লুৎফুল্লাহ, এমপি ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লসহ সম্পাদকমন্ডলীর সদস্যবৃন্দ। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক সাবীর হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু। সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যক্ষ ময়নুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, পৌর ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক আবুল খায়ের, সম্পাদক অধ্যাপক শেখ জাভিদ হাসান, ওয়ার্কার্স পার্টির সন্তোষ কুমার পাল, শেখ জুলফিারুজ্জামান জিল্লু, প্রদীপ কুমার পাল, আবু হায়াত বাবু, তৌহিদুর রহমান সাগর প্রমুখ। অনুষ্ঠানে কলারোয়া ও তালা উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে সম্মেলন অনুষ্ঠানের পূর্বে ওয়ার্কার্স পার্টির একটি বর্ণাঢ্য র্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে।