বর্নাঢ্য কর্মজীবনের বিদায়লগ্নে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার
বর্নাঢ্য কর্মজীবনের বিদায়লগ্নে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার। গত ২৯ সেপ্টেম্বর শনিবার বর্নাঢ্য কর্মজীবন শেষ হয়।
আর আজ রবিবার সন্ধার পর সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা জানান শ্রদ্ধেয় শিক্ষক সুদেব কুমারকে।
দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারি বি এল কলেজ খুলনা, সরকারি এম এম কলেজ যশোরসহ আরো কয়েকটি খ্যাতনামা সরকারি কলেজে রসায়ন বিষয়ে অধ্যাপনা শেষে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
সপ্তম বিসিএস ব্যাচের এই চৌকস কর্মকর্তা অত্যন্ত দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে শনিবার সর্বশেষ কর্মদিবসে তিনি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আফজাল হোসেনের নিকট অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত সকলেই বিদায়ী অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমারের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।