দেবহাটায় প্রেমের ফাঁদে অপহরণ: ভিক্টিম সহ আসামী ঢাকায় আটক
দেবহাটায় অপহরণকারী ঢাকায় আটক হয়েছে। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে ঢাকা মোহাম্মাদপুর থানার রায়ের বাজার এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করে।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী জানান, গত ২৫/০৬/১৮ তারিখ বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত ভাবে জানান যে, ৬মাস পূর্বে তার কন্যা প্রিয়াঙ্কা রানী মিস্ত্রী (১৭) এর সাথে গোপালগঞ্জ জেলার কোটালী পাড়া ধানার বানিয়ারী গ্রামের হাসমত আলী চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী (৩৫) মোবাইল ফোনের মাধ্যমে প্রেম করে এবং তার নাম গোপন করিয়া শুভ বিশ্বাস বলিয়া জানায়। একপর্যায়ে গত ০১/০৭/২০১৮ তারিখ ভিক্টিম প্রিয়াংকা রানী মিস্ত্রী প্রাইভেট পড়ার জন্য সখিপুর হাজী কেয়ামদ্দীন মেমোরীয়াল মহিলা কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আসামী সোহেল চৌধুরী সহ আরো অজ্ঞাত আরো কয়েকজন তাকে সাদা মাইক্রোবাসে নিয়ে চলে যায়। এর পর থেকে তারা পালাতক ছিল।
এঘটনায় কন্যার পিতা বাদী হয়ে ২৫/০৮/১৮ তারিখে দেবহাটা থানায় নারী শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) ধারায় ৭ নং মামলা দায়ের করে। এরপর থেকে বিভিন্ন সময় পরিবারের সাথে উক্ত কন্যাকে মোবাইল ফোনে কথা বলা হলেও সঠিক পরিচয় দিত না সোহেল। পরে দেবহাটা থানা পুলিশের সেকেন্ড অফিসার ইয়ামিন আলীর প্রচেষ্টায় শনিবার ঢাকার মোহাম্মাদপুর থেকে আটক করে। বতর্মানে সে জেল হাজতে রয়েছে। এদিকে, মামলার সঠিক তদন্ত ও বিচারকার্য পরিচালনার স্বার্থে সোহেলের জামিন না মুঞ্জুর করতে কন্যার পরিবার বিজ্ঞ আদালতের হস্তক্ষেপ কমনা করেছেন।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে অপহরণের ঘটনায় সোহেল নামের একজনকে আটক করা হয়েছে। তাকে আটক করায় সেকেন্ড অফিসার ইয়ামিন আলীকে ধন্যবাদ জানায়।