তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গ্রাম বাংলার প্রাচীন সাংস্কৃতিকে ধরে রাখতে তালা উপজেলায় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ১০ তম নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিবারের ন্যায় এবারও কপোতাক্ষ নদীর উপর প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। রবিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চরগ্রাম-তালা-মোবারকপুর যুব সংঘ কর্তৃক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে উপস্থিত হয়ে কয়েক হাজার ক্রীড়ামোদী নারী-পুরুষ, শিশু, বৃদ্ধরা এ নৌকা বাইচ উপভোগ করে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিকেল গড়ানোর আগেই কপোতাক্ষ নদীর (তালা ব্রিজ সংলগ্ন) দু- ধার দিয়ে লোকে লোকারণ্য হতে থাকে বিভিন্ন স্থান থেকে আসা গ্রাম বাংলার সাদা মাঠা মানুষ গুলো। প্রতিযোগিতা শুরুর আগ মুহূর্তে নদীর দুইপাশে ভিড় জমাতে থাকে হাজারো মানুষ।
স্থানীয় সমাজ সেবক সোবহান শেখের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম,তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাঁকির হোসেন, তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম, খলিলনগর ইউপি চেয়ারম্যান এস,এম আজিজুর রহমান রাজু প্রমুখ।বাইচ শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।